কি আছে বা নেই তার জন্য দুঃখ করোনা
আর একজনের যা আছে তা দেখে হতাশ হয়ো না।
ওসবও তার না, সে ঝড়ের মাঝে কুড়িয়ে এনেছে।
তুমি কুড়াতে পারনি।
সাহস আর বুদ্ধি মত্তার ফল সে ভোগ করছে।
ওখানে তোমারও অধিকার ছিল,
কিন্তু তাই বলে আপসোস করো না। তোমার যা হয়েছে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকো।
উদ্ভুদ্ধ হও তার থেকেও তোমার ভালো কিছু হতে পারে।
তুমি যেমন তার দিকে তাকাচ্ছো
সেও যেন তোমার দিকে তাকায়,
তুমিও ছোট নয়, তোমাতেও সাদৃশ্য আছে।
ইচ্ছে, প্রচেষ্টা, কর্ম তোমাকে সফলতার দ্বারে পৌঁছাবেই।
তুমি যদি খেয়ে পড়ে ভালো থাকতে চাও তাও পারো
আর যদি সুনামে শ্রদ্ধায় ভালো থাকতে চাও তাও পারো।
শুধু তোমার দৃষ্টি ভঙ্গি
তোমায় করে দেবে অমর অক্ষয়।