তোমাকে দেখার মতো করে দেখা হয়নি বহু দিন
যা-ও দেখছি সামনে দিয়ে হেটে যাওয়া।
অস্পষ্ট মুখচ্ছবি
শরীরের পেছনের দিকটা
অগোছালো চুলের খোঁপা।
তুমিও আজ আমাকে এমনই দেখা দেখো।
অথচ এমনও তো দিন ছিলো চোখাচোখি দৃষ্টি আকর্ষণ না হলে ভালোই লাগতো না।
একে অন্যের কি প্রশংসা!
কতো জীবনের স্বপ্ন যে দুজনেই বুনতাম
সকলের অজানা অচেনায়
মনে পড়ে ?
কাঁটা হলেও বৃন্ত যেন একটা
আবার ফুল হলেও এক বৃন্তেই ছিলাম দুজনেই।
আজ দেখা হলেও যেন অপরিচিত
কেউ কাউকে চিনি না
মনের কোনে দুমড়ে মুচড়ে গেলেও
সব দুঃখ মনেই চাপা পড়ে থাকে একান্ত আপনে  
তুমি যেমন দেখেও দেখো না।
আমিও তো তেমনি ভুলে গেছি অতীত
সবকিছু অস্পষ্ট অন্ধকারের লুকোচুরি।
একে অপরের ভালো মন্দ দেখার
কতো প্রতিশ্রুতি, কত প্রতিজ্ঞা
অথচ তুমি কতটা ভালো আছো দেখা হয় না
জানা হয় না।
আমিও কেমন আছি তা শুধু অন্তরেই পুষে যাচ্ছি
তোমাকে দেখার মতো করে দেখা হয়নি বহু দিন ধরে।