আমি কি আমার মতো!


মাঝে মাঝে ভাবি,
আমি নিজেকে অনেকটা বদলে নেব;
শুধরে নেব আমার মতো করে।
দেশ লোকাচার সব কিছুরই উর্ধ্বে থেকে প্রমাণ করবো আমি সকলের মতো নই,
আমি আলাদা।
আমি একটা জগতে বাস করতে চাই।
আসলে কি আমি তা পারি?
আমার সামনে যারা রয়েছেন তারা বাধা দিচ্ছেন,
আর পেছনে যারা রয়েছেন তারা টেনে ধরেছেন।
বাধা আর টানে আমি পিশে যাচ্ছি।
আমি মধ্যবর্তী কেউ।
আমি ভর দুপুরের তাপদাহে পুড়ে পুড়ে
খাক হয়ে যাচ্ছি।
সকালের ফিকে রোদ আমার ঘুম কেড়ে
উপহার দিল এই ভর দুপুর।
সন্ধ্যার অস্তরাগ আমাকে ঘোর অমানিশার আহ্বান জানিয়েছেন।
আমি কি আমার মতো হতে পারি?
আমার ইচ্ছে, আমার প্রচেষ্টা
সফলতার স্বপ্ন দেখাতে পারে বটে।
তবু আমি মানি না,
আমি আমার মতোই।
আমি পরাভূত এক  জীবন নিয়ে
পৃথিবীতে বেঁচে থাকতে পারি ।
তবে কেন আমি আমার মতো হতে পারি না!