ষোল কোটি প্রানের একটি প্রাণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তোমার শরীর নেই আজ আমাদের মাঝে,
তবু তোমার বজ্রকণ্ঠ ধবনিত হয়
কোটি হৃদয়ের মাঝে।
আকাশ বাতাস কাঁপিয়ে
তুমি বজ্রকণ্ঠে এখন আর দাঁড়াও না,
বক্তৃতার মঞ্চে, শত- সহস্র লোকারণ্যে;
তবু তুমি মিশে আছ হৃদয়ে হৃদয়ে।
বাঙালি-অবাঙালি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
প্রতিটি সত্বায় মিশে আছ তুমি
১৯৭৫ থেকে আজও।
যতদিন রবে তোমার বাঙালি সন্তান
বুকে লালায়িত তোমার স্বপ্নের-
স্বাধীন ভূখন্ডের মানচিত্র
লাল সবুজের উড়ন্ত পতাকা।
অম্লান হয়ে রবে ততোদিন
তোমার পদধ্বনি
তোমার বজ্রকণ্ঠ
তোমার স্মৃতিচিহ্ন
প্রতিটি ধূলিকনায়
এই বাংলায়।