প্রত্যেক ঘরে আছে সেই মানুষ
যাকে বাবা বলে ডাকি

সকলের খুশির খেয়াল রাখে
প্রত্যেকের ইচ্ছে পূরণ করে

নিজে গরিব হয়ে সন্তানদের বানায় ধনী
যাকে বাবা বলে ডাকি

বড়দের সেবা, ভাই-বোনের সম্পর্ক
স্ত্রী কে ভালোবাসা, সন্তান কে স্নেহ

খুলে দেয় সবার ইচ্ছের দ্বার
যাকে বাবা বলে ডাকি

মেয়ের বিয়ে, ছেলের জন্য বাড়ি
বৌমা কে খুশি, জামাইদের মান

কিছু এমনই যাত্রায় কাটিয়ে দেয়
প্রত্যেক সকাল-বিকেল-রাত
যাকে বাবা বলে ডাকি।