একটা শেয়াল চালাক অতি
অনেক কিছু বোঝে,
পরের পকেট ফুটো করার
সুযোগ শুধু খোঁজে।
ভাব ভালো খুব রাজার সাথে
বুক ফুলিয়ে চলে,
কথায় চালাক ঘাড় বাড়িয়ে
মিথ্যে কোটি বলে।
পরের ঘরে লাগলে আগুন
ভীষণ মজা পায়,
ঝগড়া বলে নিজের কাকার
মৃত্যু দ্রুত চায়।
একদিন সব কুকুর মিলে
ধরল ঘিরে তাকে,
সে হুক্কা হুয়া কন্ঠ ছেড়ে
বাঁচাও বলে ডাকে।
কেউ বাঁচাবে? কার উপকার
কখন করেছে সে?
হাতি বলে "তুই চালাক অতি
নিজেই বুঝে নে!!"