ক্ষণ, সে এক আজব বাহন
আজব তাহার গতি।
কমেও না বাড়েও না
থামে না একরতি।


আজব গাড়ির যাত্রীরা সব
আজব কি কিছু কম!
কেউ বা থাকে শুয়ে বসে
কেউ ছুটছে যে হরদম।


কেউবা আছে চাঁদের হাটে
সুখ নাহি তার ধরে।
কেউবা আছে স্বজন হারা
গুমড়ে গুমড়ে মরে।


কেউ বা আছে অট্টালিকায়
বিলাসিতায় ঠাসা।
কেউ বা আছে বাস্তুহারা
যেন নদীর জলে ভাসা।


কেউ বা আছে মুখোশ পড়া
আসল নামে নকল।
কেউ বা আছে নিভৃতে রয়
কর্মে দেখায় ফল।


যে যাই করুক যেথায় থাকুক
বাহন চলবে অবিরত।
গন্তব্যতে নামতে হবে
থাকার চেষ্টা করলেও শত।