বাঙালির বিভাজন রেখা সব হোক বিলীন
মিলি সবে এক প্রাণে হেসে অমলিন।
কপটতা দূর হোক প্রতিটি জনে
হিংসা ও বিদ্বেষ না থাকুক মনে।


কে কাকে ছাড়ালাম, কে হলাম সেরা
ভুলে গিয়ে সে হিসেব হোক মূলে ফেরা।
চাপানো বা বাধা দেয়া যেন না ঘটে
স্বতস্ফূর্ত ন্যায় উৎসবই সংস্কৃতি বটে।


কভু ধর্মের গন্ডি ও ভিন্ন আদর্শের লালন
যেন না ঘটায় মোদের সম্প্রীতির স্খলন।
মোরা বুঝি যেন ঠিকঠাক কিসে অপকর্ষ
ভেদাভেদ সব ঘুচে হোক শুভ নববর্ষ।