রমজান আসে ঠিকই
সংযম আসে কি?
সংযম বিনা শুধু উপোষে-
রোজা হয় নাকি!
তাকওয়া বাড়ে কতটুকু
আখলাক  কতটা হয় উন্নত।
ভাবতে হবে সেসব
থাকতে হবে পাপ হতে বিরত।


সমাজে সুদ, ঘুষ ও দুর্নীতি
কিছু কি হয় বন্ধ।
কতটা কমে বলুন হিংসা-
হানাহানি আর ক্ষমতার দ্বন্দ।
ঠকানো ও প্রতারণা রমজানেও-
দেখি বেশ চলে।
গীবত-মিথ্যা, অন্যের কুৎসা
কয়জনে কম বলে।


ব্যবসার নামে হয়-
জনগণের পকেট লুট।
গরীবে রোজ খায় হিমশিম
জোটাতে দুবেলা দু মুঠ।
ইফতার ও সেহেরিতে
কেউ খায় অতি বাহারি।
কেউ খায় অতি কষ্টে
কেউ আধেক আহারি।


ধর্ম নিয়ে বাড়াবাড়ি
লোক দেখানো এবাদত।
একই ধর্মের মানুষ হয়ে
কতশত ভিন্ন মত।
হরহামেশাই চোখে পড়ে
একে অন্যকে টানছে নিচে।
নিজের মতকে রাখতে বহাল
মিছে অন্যের লাগছে পিছে।


রমজান হলো আল্লাহ তায়ালার
অনেক বড় নেয়ামত।
সার্থক না করতে পারাটা
এক প্রকারের খেয়ানত।
সংযম আসুক সবার মাঝেই
সেই কামনা করি।
তাকওয়া ও সু-আখলাকে যেন
সবাই সঠিক জীবন গড়ি।