আমার এ দুটি ক্লান্ত চোখ
আনন্দাশ্রুতে ভরপুর হোক
তোমাকে দেখার পরে।
আবেগে কেঁপে উঠুক দেহ
জানুক বা না জানুক কেহ
কত প্রতীক্ষা তোমার তরে।


সেই সে গভীর অভিমানে যবে
বলেছিলাম আর দেখা নাহি হবে
তবে থেকে নিদারুণ যন্ত্রণায় পুড়ছি।
ক্ষণে ক্ষণে যত গড়িয়েছে সময়
ধীরে লয়ে জীবন লভিয়াছে ক্ষয়
পাইনিকো দ্বার, আশ্চর্য বৃত্তে ঘুরছি।


ফুরিয়ে এলো বুঝি জীবনের বেলা
মিছে অভিমানে তোমাকে করিনু হেলা
হারিয়ে খুঁজি এখন বারেবার।
যদি কভু এ জীবনের তরে
তোমায় একটিবার পাই বাহুডোরে
কিছুতেই দেবো না আর হারাবার।