এক  গাঁয়ে দুই বন্ধু ছিল
জাহির তাহির নাম,
দিনগুলো সব চলছিল বেশ
হঠাৎ বিধিবাম।


কি যেন এক মামলা খেয়ে
জাহির গেল জেলে,
জানতে কারণ তাহির গেলো
জাহির মিয়ার সেলে।


'হায়রে দোস্ত কোন দোষে তোর
এত দুঃখ আজ?'
'হেথায় বসেও বুঝা হলো দায়
বিনা মেঘে কেন বাজ!


ছোট্ট একটা দড়ি ছিলো
পথের উপর পড়ে,
সেটা নিয়ে বেচার পরেই
পড়লাম এই ঝড়ে।'


'বলিস কি ভাই! ছিল সেথায়
শুধুই একটা দড়ি?',
'দড়ির প্রান্তে ছোট্ট মতন
ষাঁড় ছিলো এক পড়ি।'