ওহে দেশের মানুষ
তোমরা কি শোন নাই?
মোদের দেশেরে বাঁচায়ে রাখতে
প্রাণ দিল কত ভাই।


দেশের জন্যে,মাটির জন্যে
ভাষার জন্যে তাঁরা,
কখনো মেরেছে,কখনো মরেছে
হয়ে ভীতি-ভয় হারা।


নিজেদের মাঝে করেনিকো কেউ
ক্ষমতার কোন্দল,
শিক্ষাঙ্গনে চিনতে চায়নি
কেবা লীগ,কেবা দল।


রক্তে তাঁদের শাণিত দীপ্তি
ঝলসে উঠেছে সেদিন,
যেদিন দেশের অসহায়ত্বে
বাজত দুঃখের বীণ।


দলকে বাঁচাতে প্রাণ দেয় আজ
দেশকে বাঁচাতে নয়,
দেশ যদি ভাই রসাতলে যায়
দল তবে কোথা রয়??


রচনাকালঃ ২১ ফেব্রুয়ারি ২০০৯ খ্রিঃ