জনতার জয়


রোমন্থিত দেবতারা যুগে যুগে পুজা পায়
ধনীদের  প্রকাশিত, ব্যথিতের সুপ্ত
নিষিদ্ধ যাপিত  যন্ত্রণায় ;
হোমারের ইউলিসিস বিলুপ্ত
সাইরেনদের গন্ধ খুজে যায়
নারীভুজা ট্রয়ের হৃদয়
ইউরেশিয়ার কত কত ট্রয়
হেলেনের কোমল শরীর ;
চারপাশে তার ভীড় করে আছে
যোদ্ধা ও প্রেমিকদের ভীড়।


গল্পের মতন একদিন
দেখি যুদ্ধও গিয়েছে ক্ষয়ে
বরফ কুচির মতো ধারালো শিশির,
পার্থোনিয়ামের বীণ
বেদীতে রয়েছে ফুল হয়ে।
বর্মের ভেতরে থাকা গভীর হৃদয়
মাখনের কোমল বলয়
গলে পরে মানুষের পায়ে
দেবতাও কোন একদিন
মানবতা সাঁতরিয়ে
আওড়ে  মনুষত্বের বিজয়।


টিপু সুলতান, বাবরের  উত্তরাধিকার
কালক্রমে হয়ে সাধারন
বিজয় ঘোষণা করে জনতার
জনতার ঘাড়ে ভর করে
যতসব অ অসাধারণ
কালে কালে কিংবদন্তী হয়ে গেছে
তাদের উত্তর  উত্তরাধিকারে
ঋণ শোধ করে জনতার কাছে।