দুর্গেশ, ব্যোমকেশ ঝেড়ে ফেলে আয়
নগর নটীবৃত্তি করে মেটাই তোর
নন্দিত ছন্দিত হবার
দুর্নিবার আরাধ্য শখ।


দুর্গেশ, তোর ভৈরবী করুনার গাদনে
আমার এই আজানুলম্বিত ভোর
দুপুরেই অন্ধকার
ছারখার কৃপা বেধড়ক।


গোলামীর সনদে যার খেয়ালীপনার ছাপ
পরাজয় তার কর্মলিপি বিধাতা তার পাপ।