ঝালাই তাপে পুড়ছে দেশ
উড়ছে বারুদ মেঘের কেশ
নিরুদ্দেশে গেছে
শীতল হাওয়া ;
খাঁ খাঁ করা বুকের 'পর
চাপছে রবি ভয়ংকর
শুভংকরের ফাঁকি
ঘি তে গাওয়া।


বনবনানীর উঠছে শ্বাস
খরা তাপের বোশেখ মাস
নিচ্ছে চুষে দেহের
যে রস বাকি ;
ধুঁকছে পশু ধুঁকছে বন
আগুন বায়ে মাঠের মন
যাচ্ছে পুড়ে
ডানা মেলা পাখি।


বিষাদ ধোয়া বৃষ্টি জল
ঝরবে কখন ছলাৎছল
এই ভাবনায়
ফোড়ন কাটে পোড়া ;
দম উঠেছে দেশের আজ
ভাসাও তরী মেঘের রাজ
ভাসাও কেটে
অগ্নিভানুর গোড়া।