রমনীর কোল ঘেঁষে বেঁচেছে পুরুষ



সময় এনেছেে বেঁধে অতীতের মমি
নদী যার বুকে চড়ে শুয়েছে ওপাশ
নবীনত্বের খেয়ালী দ্বৈত গোঁয়ার্তমি
আকাশী আল্পনা আঁকে নবনীর ঘাস।
বেনারসী ভেস্তে গেছে রোমন্থনী ফুল
কখন নিয়েছে ছুটি গঙ্গারিডি দিন
সময়ের উবু জলে ভুলের মাস্তুল
জাগে তবু স্মৃতিস্রাবে মেঠো চিনচিন।


এনেছি বিলুপ্ত প্রেম চোখে করে গান
অনুদ্ধার শিলালিপি গুহাচিত্র, হাড়
আদি জননীর জিন স্মৃতির ভাগাড়
প্রেমের পুরান তুমি ঘাঁটো দিনমান।
রমনীর কোল ঘেঁষে বেঁচেছে পুরুষ
অনাদি জনম ব্যাপী শত অব্দ ক্রোশ।