ঝরুক পালাগান


আজিজ বিন নুর


জল পুরে দাও আকাশ খামে
পকেট ভরা ভাবনা ঘামে
আঁকছি আদর
ধূসর ধরার পায়
মেঘের পালক ছিঁড়ে ছিঁড়ে
কান খোঁচাতে যাচ্ছি নেড়ে
ধেড়ে মেঘ আজ
লুকায় আগুন গাঁয়।


আকাশ বিছায় কৃত্তি মহিষ
অনুভূতির মরা সহিষ
বর্ষাতিতে
হয়ে আছে ঘুণ
আর এঁকো না রৌদ্র মরণ
চোখের পাতা অগ্নি বরণ
ক্ষরণ করে
ফুলকি ঝরা খুন।


ভেতর মরু বালির ক্রোধে
দিচ্ছে হানা জীবনবোধে
দুধে আকাশ
নিরাক পড়া নীল
দাবানলের তোপের কাছে
কূপের জীবের কী ধূপ আছে
মিইয়ে যাচ্ছে
বরাক গড়া চিল।


আসো আদর মেঘের অলক
শ্রান্তি শেষের সিক্ত ঝলক
মাখো মাখো
করি দুটি প্রাণ।
তোমার সুরে আমি বাজি
জল গীটারে নাচুক ঝাঁঝি
গাজীকালুর
ঝরুক পালাগান।