কচিপাতার শৈশবে জেগেছে ফাগুন দিন
লাবন্য হাওয়ার গায়ে মসৃণ পুলক খেলে
শীতের শিহরণ সাঁতরিয়ে এসেছে যে বোধ
উত্তীর্ণ দেহে সে আজ কৈশোরের ছেলে।


পিছনে ফেলে আসা জমাটবদ্ধ কুয়াশার শীত
হৃদয়ে তার ফুটিয়েছে পশ্চাদ্-- বেদনার হুক
রেখেছে করে জিম্মি প্রেমিকা আর প্রেমগীত
শ্মশান- বসন্ত রিলে  কাঁদে যেন হাজার ডাহুক।