হয়েছি মহিষ


বরফকুচির গাঢ় দখিনা মদির
এই এলো এই এলো বলে
ভাঁজখোলা শাড়ি দিয়ে মুছিয়া রুধির
পঙ্গু করে রেখেছো কৌশলে।
আলকুশি ছলাকলা এজমার পালা
করুনার কুন্তলে কাঁসর
গিলায়েছ আড়মোড়া যত পঁচাগলা
পর জনমের সে বাসর।


ঢেঁকিছাঁটা সংযমে দিয়ে দিয়ে ধার
ক্ষয় করে ফেলেছি স্বপন
কবে করবা কাকলী সঙ্গ বিষ্যুদবার
লো হাওয়ার সৌম্য ব্যাপন?
তোমাদের দাঁতে দাঁতে দেখে বুনো বিষ
বাঘের উত্তরসূরী হয়েছি মহিষ।