জলগীটারে টুংটাং, বাজছে বৈশাখী দিন
নিয়ে এসেছে মেঘের ইনাম সোনার পাত্রে
যেন--শহস্র বছরের প্রাপ্য সপ্ত পুরুষের ঋণ--
মেঘের চাকচিক্য জ্বলে উদ্ভিদের প্রতি পত্রে।


ধরণী ও সেজেছে আজ প্রার্থী ফ্যাকাশে মুখ
বর্ষণ সিক্ততায় জলটুঙ্গি উবুড় করেছে সতীর
খেয়ালী কালোমেঘে কামনার দিয়েছে চুমুক
বিরহী পেখম যেন জয়ানন্দহীন চন্দ্রাবতীর।


জন্মানোর সুখে মাতাল মেঘে ধরেছে কড়কড়
পুলকিত বিষাদে দ্রিম দ্রিম বাজে কর্কট- মকর।