রাতের শরীর ছেনে জমিয়ে বারুদ
নামিয়ে এনেছো দিনে যেই তেজী রোদ
অন্তরাত্না পুড়ে গেছে উড়ে গেছে শ্বাস
তবু বৈশাখী আমেজ থাকো কিছু মাস।


তোমার ছোঁয়ায় আমি বুনো মোষে চড়ি
ফাঁকা মাঠ,  পোড়া দিন নদীর চচ্চড়ি
তাল শাঁসে ঘুম আসে পাকুরের তলে
কচিকাঁচা ঝাঁপ দেয় পুকুরের জলে।


ফিরে যাই অতীতের সোনালী সুদিনে
হাতপাখা মাছি উড়া ছায়াদের সনে।
হাজার বছর ধরে পুরাতন পিতা
বুনো মঠ, গাছতলা হয়ে যায় মিতা।