উবে উবে ঘুম যায় ডুবে ডুবে চাঁদ
জ্যোস্নার ফেনায় জমে করুণ নিনাদ
অতীতের তারামুখ ঘরকুনো হাসি
ঢেউ ভাঙে নবনীর সমুদ্রের রাশি।
টগরের স্মৃতিঝোপ  টলোমলো রাত
ভেসে যায় উড়ে যায় অন্ধ পক্ষপাত
আধেক জন্মেছে যারা মহুয়ার নদে
কানাভোলা রতি যায় মজনুর বধে।


চোখবাঁধা রমণের বুকছেঁড়া ফুল
কুহেলিকা আকাশের গায়ের সুবাস
আঁটবেঁধে অতীতের কৃত যত ভুল
রাতের মণ্ডপে এসে দাঁড়িয়েছে লাশ।


নিয়ে যাও নিশুতির তারার আকাশ
মৃত আর ঘাতকের পরিত্যক্ত লাশ।