লোমশ দেয়ালে এঁটে দিয়েছ ভাবনার নদী
তবু কথার ছানারা কিলবিলে
নিরবতাগামী হয়ে অস্ফুটে দেখে
জ্যামিতিক নৃত্য স্তুপ।
সবুজের খুঁটিতে টানিয়েছো যে গুমোট বিকাল
ক্ষণপদে হাঁটে তাতে বধির বিষন্নতা
আর আমি...
মজে যাওয়া রোদেলা অতীতের
শব ফেরি করি তোমার
ভাতঘুমে ঘুমন্ত নগরের
তোরণে তোরণে।