বেড়ে যাচ্ছে স্বপ্ন গুলো
ছাড়িয়ে যাচ্ছে আকাশ
সুতোয় বাঁধা লিখনি গুলো
হারছে শুধুই দিন থেকে রাত


এই শহরের অলিগলিতে
কত শত ছেঁড়া ছবি আঁকা
রাবারের কষাঘাতে কাটছে মায়া
মিথ্যে লালন হয়তো ভুনা


অজস্র জনতা চোখ খুলেনা
হাসে না অরা মুখ ভরে কতদিন হয়
শুধুই ঠোঁটের সাথে ঠোঁট মেলায়
কান্না গুলো যে তবু নাহি শুকায়


রাত বলে কি দিন বলে
স্বপ্ন বিক্রি করেই ফিরে
পথে পথে নতুন সুরে
লালন করে ইচ্ছে গুলো


___ ছেঁড়া ছবি