একদিন ভাবতে না পারা
গুনে গুনে দরজায় কঠিন বোটের আঘাত
শুনে মনে হচ্ছে ২৫ই মার্চের কালো রাত্রি জুড়েই আমি
আমার পরিচয় ছিলনা
নাম ঢাক কিছুই ছিলনা
অদৃশ্য থেকেই আমি দৃশ্যমান
ভালোলাগা থেকেই ভালোবাসতে শিখে নিয়েছি হয়তো বা
ইট পাথর এ শহরে চেনা মুখ গুলো অচেনা গলায় সুর তুলে ঢাকে
আমি আঁধার দেখি সামনে
কালো রাত্রি বুকে নিয়ে কঠিন হয়ে যাই এই আমি
নিয়ম এর তোয়াক্কা করিনা
নষ্ট রুপে আর সোহাগ জড়াতে ইচ্ছে জাগেনা
ঝাপসা হয়ে আসে সব কিছু
ঘৃণা করতে না পারা আমাকে কষ্ট দেয় থেমে থেমে
একবিন্দু জ্বল গড়িয়ে পড়ে
এই সমাজ, এই মাঠি সবই বিষাদ মনে হয়
মানুষ গুলো অদের ক্ষমা করতে পারিনা
হাতে কলমে শিখিয়ে দেই তবুও ভুল জন্ম অদের বলেই
এদের প্রত্যেক এর চোখে অবিশ্বাস দেখি
স্বার্থ ফোরালেই সরে পড়ে
আমার কাছে কোন নিয়ম নেই
নেই কোন আলোর হোংকার
আমার চোখে আজ কোন প্রেম নেই
দড়ি কেঁটে শূন্যে ভাসিয়ে দিলেই বুজি এবার মুক্তি


___চূর্ণবিচূর্ণ দেহমন