তুমি চোখ খুলো না; একদিন বিদায়ী সূর্য দেখেই ফিরবে
আজ সকালের পর হয়তো কেহ ঢাকবে না মৃদ্যু কোন বার্তা দিয়ে
আমি অস্ফষ্টতর কিছু বাক জানি
এখানেও ধূলোর পাহাড় জমা হয়ে আছে অনেক পুরনো কথা নিয়ে


মৃত নদী
কালকেও যা করেছিল হোংকার
আমি চুপসে হয়ে গিয়ে আজও কিছু অনুভূতির ঝড় উটাই নিজের অস্তিত্ব জুড়ে
শান্তল শীতল হাওয়া যখন বহে


___আর্তচিৎকার