আমি কবেই এ নগর ছেড়ে গেছি
খালি পায়ে প্রতিটা চলনে চুম্বনে
মাঠির সাথে কথা বলতে
ঠোঁটে হাসি রেখে ফুটন্ত গোলাপে
জলের উন্মাদনায় লাফঝাঁপ দিতে
আমি কবেই এ নগর ছেড়ে গেছি
আকাশ কালো মেঘে ঢাকা
অর্ধছেড়া চাঁদ
বাঁশের মাথায় ঝুলে থাকা ছবি
শির শির করা দেহ এগিয়ে নিয়ে
আমি কবেই এ নগর ছেড়ে গেছি


___আমি কবেই এ নগর ছেড়ে গেছি