শিক্ষকতা
-----------------------------------
-------শিব পদ রায়
শিক্ষকতা একটি পবিত্র পেশা,
যেটা অবলম্বনে তৈরি হবে নেশা।
ছাত্র শিক্ষকে থাকবে সুসম্পর্ক,
রবে সহযোগিতা নয় বিতর্ক।


শিক্ষককে আন্তরিক হতে হবে,
ছাত্র শিক্ষকের নৈকট্যতা পাবে।
বিদ্যা অর্জনে চমকপ্রদ হবে,
পড়ালেখাতেও গতি বৃদ্ধি পাবে।


শিক্ষকের নাহি থাকে ইষ্টে টান,
তবে কে জাগাতে পারে ছাত্রপ্রাণ।
অনূকূল ঠাকুরের অমিয় বানী,
শিক্ষক মোরা করি কর্তব্যখানি।


অবহেলা নয় এসো শিশু গড়ি,
মনের মতন করে সরাসরি।
মানুষ হয়ে দেশ সেবা করবে,
সবার ভাবমূর্তি উজ্জ্বল হবে।
   তাং- ১৯/০৩/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।