মানুষ ক্ষণস্থায়ী
-------------------------------
--------শিব পদ রায়
মানুষ ক্ষণস্থায়ী      জানে করুনাময়ী
           আসার ঠিকানা আছে,
যাবার জন্য রেডি     ক্ষণকালের বডি
             গ্যারান্টি নেইতো পিছে।


যতটা আছি বেঁচে      যাব আনন্দে নেচে
                হাসিখুশি থাকা চাই,
হাসলে হার্ট ভালো      মনে রয় না কালো
                 আয়ূ বেড়ে চলে তাই।


জন্মমৃত্যু বিধাতা         মানতে হবে বার্তা
                 মানুষের হাতে নাই,
সময় হলে পাড়ি          নয়তো হবে দেরী
                কর্ম করে যাও ভাই।


ফুলবাগান করে         বিভিন্ন ফুল ধরে
                ছোট বড় ফুলে পূজা,
মানবের বাগানে         ঈশ্বর পূজাক্ষণে
               যেকোনো বয়সে সাজা।


শ্বাসে নাই বিশ্বাস          কেবা দিবে আশ্বাস  
               প্রাণবায়ু যতক্ষণ,
আছো এই জগতে          সুকর্মে থাকো মতে
               করো গোবিন্দ স্মরণ।
          তাং- ২৪/০২/২৪ ইং
         চুকনগর ডুমুরিয়া, খুলনা।