হরিচাঁদ ঠাকুর
---------------------------------------
-------শিব পদ রায়
পরম প্রেমময় হরিচাঁদ ঠাকুর,
যুগে যুগে মানবকে করেন উদ্ধার।
শ্রীধাম ওড়াকান্দি যাঁর শুভাগমন,
জীবের পাপ তাপ গ্লানি হয় মোচন।


লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত ঐ চরণে,
হরিবল জয়ধ্বনিতে মাতে অঙ্গনে।
জয় হরিচাঁদ বলে কাঁদে মুক্তি আশে,
স্বর্গ হতে কৃপাহি দ্বাদশ আজ্ঞা বসে।


ভক্তিতে হবে হরিপ্রীতি মনের মাঝে,
তব স্মরি শয়নে স্বপনে সর্বকাজে।
তোমার দাস হয়ে থাকি যেন ভূবনে,
আমাকে পার করে নিও শেষ জীবনে।


হিরামন একান্ত ভক্ত বাঁধা হৃদয়ে,
পূণ্যের কাজই করেছে আপ্লূত হয়ে।
মতুয়া সম্প্রদায় এক মনে হরির গানে,
প্রবলা ভক্তি পাবে মুক্তি শক্তি সাধনে।
            তাং- ০৪/০৪/২৪ ইং
                  খুলনা।