প্রজাপতি ওগো প্রজাপতি
কেন তোমরা সুন্দর অতি ?
তোমাদের মতো জগতে
অতো কে আছে রূপবতী !

ভুবন মোহিনী দুটো ডানা
আহা! রঙের যে কারখানা  
চিত্তে সুখের দোলা দিয়ে
উড়ে বেড়াও বাঁধ না মানা !

ভাই এতো করনা প্রশংসা
লোকে শুনে করবে হিংসা
যদি জানতে আমার জন্ম
ইতিহাস কতনা সর্বনাশা !

জন্মলগ্নে রই ঘৃণার পাত্র
মেরে ফেলতো দেখামাত্র
শুঁয়োপোকা বলেই পিশে
ফেলতো সেই কমল গাত্র ।

মনের দুঃখে হই ধ‍্যানমগ্ন
কিছুতে দেইনি সাধনা ভগ্ন
সেই কুৎসিত থেকে সুন্দর
হলাম এলো যখন শুভলগ্ন ।