সকালের ঘুম ভাঙে না কোরান তেলাওয়াত শুনে ৷
খাঁ খাঁ রৌদ্দুরে না যাওয়া শুনতে হয়না মানা ৷
এ'নগরীতে বিকেলের গন্ধে আজও সন্ধ্যা নামে,
নীড়ে ফেরে দুষ্টু শালিক-
শুধু ফেরে না শৈশব,না ফেরে পিতা!
বই নিয়ে পড়তে না বসায় কতদিন হয় না খাওয়া বকা,
মাঝরাতে এ'পাশ-ওপাশ ছেঁড়া ঘুম,নগরী ঘুমায় !
কেউ এসে দেয় নাতো টেনে-ফেলে দেওয়া কাঁথা ৷