যদিও আছি আমি দুঃখে,
তবুও লোকমুখে  বলতে হয় ,
আছি অনেক সুখে ।


যদিও আমার ঘরে অভাব
তবুও চলি মুখে তেল লাগিয়ে
এটাই আমার সভাব ।


যদিও নূন আনতে পান্তা পুরায় ,
তবুও আমি বলি
মায়ের হাতের রান্নায় ,
আমার হৃদয় জুরায় ।


যদিও আমার ছেড়া শার্ট,
তবুও সেটা গোপন ,
সবারি সামনে আমি তো স্মার্ট ।


যদিও পকেট আমার ফাঁকা ,
তবুও বলতে হয় , কি জামেলা,
ব্যস্ততায় তুলতে পারছিনা টাকা ।


যদিও ঘরে নেই আহার,
তবুও নিয়মিত চলে রেষ্টুরেন্টে
নানান ধরনের খাবার ।
এটা শুধু আমার নয় মধ্যবিত্তদের কথা।