অজস্র কাল ধরে প্রতীক্ষাতে-দ্বীপান্তরে,
কেটে যায় রাত আর দিন,বিমর্ষ প্রতীক্ষায়!
বিনম্র ফযর কাটে,কেটে যায় একলা যোহর,
বিষণ্ণ মাগরীব আর বিতৃষ্ণার রাত কাটে-
প্রতীক্ষায় আমার—
দিন যায়,কেটে যায় সপ্তাহ-মাস-
খরদাহ গ্রীষ্ম,রিমঝিম বর্ষা!
এই দ্বীপে শরৎ আসে না কাশবন সাদা হয়ে-
এই দ্বীপে শরৎ মানে শুধুই হতাশার কাল!
হেমন্ত আনে না তো ফসলী সুঘ্রাণ!
শীত শুধু বেদনার গান-প্রতীক্ষায় জর্জরিত!
বসন্তে ফোটে না তো ফুল-
ফাগ শুধু নিরাশায় দোদুল৷