রাত্রির নিগূঢ় নিরবতায়-
কে যেনো মুছে যাচ্ছে হৃদয় থেকে!
শ্রাবণের আগমনী বার্তায়-
আষাঢ় মাসের শেষ তিথিতে সময়েরা উপযোগহীন-
কবিতা বিষাদে ডুবিয়ে-
বিদায় দিচ্ছে খোয়া যাওয়া গল্প।


আসলে খারাপ সময়গুলো-
বরাবর-ই কষ্ট উপহার দ্যায়।


ব্যক্তিগত দুঃখ ঋতুতে ছড়িয়ে গ্যালে-
বৃষ্টির কাফন নামে শহরের অলিতে-গলিতে।
তোমাকে ভুলে থাকা অসম্ভব জেনে-
কবিতায় বেদনা রঙিন হয়ে উঠে;
স্মৃতিতে কাতরায় বিরহী পালক;
অসীম শোকে বিদায় ঘনিয়ে এলে-
হৃৎপিণ্ডে পোস্টার গেড়ে, জলরঙে এঁকে দিই প্রিয়মুখ।
অথবা
অতীত ভাবনায় এড়িয়ে না দিলে মনেপড়ে-
সন্ধ্যাকালে-
যখন রৌদ্র বৈকালের গণ্ডি পেরুতো,
তখন বিমোহিত পৃথিবীতে আমরা গোধূলি কুড়োতাম।


এখন সময় বয়ে যাচ্ছে শব্দের মেলায়।
কতোকাল এগিয়ে গ্যালে চৈত্র আসবে?
আমি চৈত্রের শেষ জোছনায় গল্প পাঠাবো।
শুনেছি, অশ্রুনীলা সেখানে বাস কোরে।