. -- ভিন্নধারা ২(৫৬)-- .
--==<><[[|||[[♣]]|||]]><>==--
মৌসুমি শীতের দল পালিয়ে যাবার আগে
সুকণ্ঠ পাখির ডাক এক অবেলায়
ভুল করে এসে পড়ে অবুঝ বসন্ত
তখনো সফেদ রোদে সকালের মোহ;
সলজ্জ শিশিরস্নানে জল মাখামাখি
বৈকালবাতাসে ভেজা পানেরবরজ
হলুদিয়া পাখিদের পিরিতি প্রভাব:
থেমে থেমে জমে উঠা নব প্রেমালাপ!
পূবাল বাতাস ঘুরে দখিনা দুয়ারে লাগে;
বেলেহাজ হেসে ওঠে বিরল গোলাপ!
বুলবুলি ভুলে যায় নাচুনে স্বভাব;
আড়াল আভাসে জাগে প্রাণের গরজ
ফাঁকি দেয়া আঁখিজলে ছিঁড়ে যায় রাখি
আবার নতুন বোধে সাজ ধরে দেহ;
বিশাখ কেতকী বনে সবুজ হসন্ত!
বৈকুণ্ঠ গীতের মতো গুপ্ত বেহালায়
অনতীত শীতকালে বাসন্তী দোহার জাগে।
--=©=<><[|||[[©]]|||]><>=©=--