★★★


তবে আর পিছুডাক কিছু নয় ......
আশাহত আঁধারেই ভাসো;
অবোধ বাদাড়ে পাল মিনমিনে কণ্ঠে  
- ভনভন করে যাও ঘিনঘিন মাছি!
ঘোড়াগাধা গোরু বেঁধে এক গোয়ালে;  
বনরুই খচ্চর একত্র খোঁয়াড়ে,
শুঁড়হীন হাতী দাঁতহীন বাঘের ভাগাড়!  
লাল মুলো চিবিয়ে খাও দাঁতাল শুয়োর
- নিবোধ গিধড় হয়ে শবাধারে হাসো |


আফসোস হাহাকার ভরা ভয় .......
এখানে যা ছিলো ছড়ানো আলো;
মন্দের কোল জুড়ে ভালো চারা বীজ
- আশার পঙ্খীরাজ সজ্জিত আস্তাবল!
কেড়ে নিতে মরিয়া দুইহাত পেতে;
একপায়ে দিনরাত খাড়া হয়ে থাকো,
সমূল উপড়ে দিয়ে প্রেম সরসিজ!
জোটাও গোবাজ সাথী ইশারার ডাক
- শাহী ক্ষণ ঢাকতে বদরাহী কালো |


মেনিমুখো এ কেমন হীন জয় ......
জবানের যৌবনে জঙধরা কীলক,  
হারিয়ে জীবন মশাল জৈবন চাবুক  
- ছিঁড়ে দিয়ে লাগামের পোক্ত দড়ি!
নখহীন আঁচড়ের দাগ দিয়ে তাই;  
মনে গেঁথে মানহীন পাগলের সুখ,
খুঁটিবাঁধা এ-ই ছাগ গড়াগড়ি!  
খেচরের রূপ ধরে গন্ধ সুবাস খেয়ে
- স্বঘোষিত পরে নেয়া বন্ধ্যাতিলক |


মেনে নেয়া অযাচিত পরাজয়......
ধ্বসে যাক বীভৎস ভীতসাধনা;
আরাধনা খসে আরো ছোট হোক
- খর্বিত গর্বের শংকর অয়োময়!  
কী নামে মরতে চাও তবে হে;
আবেগী অঙ্গ নিয়ে নষ্ট নাচন শেষে,
সঙ্গের রঙ্গে অদমিত ছোটলোক!
ময়ূর সাজতে গিয়ে আলুথালু বেশে
- জীবিত মজ্জার ভিতে জড় বেদনা ||


-=®&© আগুন নদী ===<>>--