আব্বু শোন আম্মু শোন
শোন দিয়ে মন,
এখন থেকে সকাল সন্ধ্যা
ঘুরবো না ভনভন

রোজ সকালে উঠবো আমি
এই করিনু পণ
কার্টুন দেখা ছেড়ে দিবো
পড়ায় দিবো মন।

দুষ্টুমি আর করবো নাকো
কথা দিলাম তাই,
শুধু মাত্র বিকেল বেলা
একটু খেলতে  চাই।

পড়া লেখা করে আমি
হবো যে ডাক্তার,
সবার সেবা করবো আমি
স্বপ্ন যে আমার।