এক ঝাঁক শিমুল পলাশ
আর কৃষ্ণচূড়া নিয়ে,
এসেছেে ঋতুরাজ বসন্ত
পুলকিত হিয়ে।

প্রকৃতি জানায় বাসন্তী শুভেচ্ছা
দিন বদলের পালা,
জরাজীর্ণতা ফেলে নব উদ্যোমে
সাজাও ফুলের ডালা।

নতুন করে বাঁধ স্বপ্ন
পেছনের স্মৃতি ভুলে
সবার সাথে মিলেমিশে
হাসো প্রাণ খুলে।