বাতাস, তুমি আস কোন দিক হতে
কখনো শিনশিন, কখনো চুপিসার
গাছেরে দোলাও তুমি নমঃ নমঃ স্বরে
ঘুড়ি’রে উড়াও তুমি ঈগলেরও পাড়ে।


বাতাস, তুমি আস কোন দিক হতে
দক্ষিনা জানালা খোলা রাখে নব বধু
তোমারে জড়াতে গা’য়ে স্বামীর পরশে
দুষ্ট আঁদর হয়ে তুমি বয়ে যাও
তার মধু ভরা মৌচাকে ভ্রমর বেশে।


বাতাস, তুমি আস কোন দিক হতে
নাসিকা আমার খোলা থাকে
তোমারী আশে পাশে।
যখন তুমি বেরিয়ে যাও
যেন ফিরে আস সাথে সাথে।।