ভীরুরা নরক দেখে-
মসজিদ, মন্দির, প্যাগোডায়!
স্বর্গ খুঁজে পায়-
রাহাজানি, জোচ্ছুরী, যতসব অন্যায়!
ভিখারীর মত সং সেজে দু’হাত তুলে-
সৃষ্টিকর্তা আরো চাই! আরো চাই!
অন্ধ, ল্যাংড়া, বধির ভিখ খুঁজে-
মসজিদ, মন্দির, প্যাগোডার বাহিরে
ধুলাবালি নদর্মায়!
ভিখ চাই! ভিখ চাই!
কে মানব? কে সৃষ্টিকর্তা?
এতে তার কি আসে যায়!