আচ্ছা! ভালোবাসা কোথায় থাকে?
দু’চোখের মণি’র কোটায়?
মস্তিস্কের নিউরনের খাজে খাজে?
উপরের ঠোটে না নিচের ঠোটে?
চওড়া বুকের মাঝে কালো কেশে-
নাকি বুকের ভিতর রক্তে আষ্টেপৃষ্ঠে?


আজ হঠ্যাৎ দেখলাম তোমাকে -
স্থির হল দু’চোখ একটি বিন্দুতে!
মস্তিস্ক চড়ল টাইম মেশিনে অতীতে!
ঠোট দু’টি হা হল খোলা জানলার মত!
চওড়া বুকটা কুঁড়িয়ে গেল কালো কেশ দলে!
বুকের ভিতর রক্ত হিম হল নীল জলে!
যেই তুমি পাশ কাটলে আমায় দেখেও না দেখে,
বুঝলাম ভালোবাসা এখনো জীবিত এ’দেহে।।