রাত গভীর অন্ধকার শশ্মান গৃহ-কক্ষ
স্বপন বিভোর মৃতদেহ সমেত আমার দেহ!
একহাত লম্বা দাঁড়ি ফেলে এক বয়োবৃদ্ধ
আমার পাশে বসে বলল-
উঠ বৎস্য! এই নে ছন্দ, গদ্য-পদ্য;
আজ হতে তুই কবি!
দেখি কে ঠেকায়, কার এত সাধ্য!
স্বপন ভাঙল আচমকা হুল ফুটা কামড়ে,
উফ! মশা এতো অবাধ্য!
আমি বেজায় খুশি! বেজায় আনন্দিত!
ঘুম থেকে উঠে ঘরে-বাইরে ঠাঙালাম
আমি কবি! মহা কবি! স্বপনে প্রাপ্ত!
আসল পাঠক-সাংবাদিক, অনেকে হল ভক্ত;
কি লিখি আমি নিজেই বুঝি না তার মর্মার্থ!
পাঠক ভক্তরা দিশেহারা- কি লিখা! কি শব্দ!
আমাদের কি সাধ্য বুঝা এর মাহাত্য!
এ'তো কবি নয় মহাকবি স্বপনে প্রাপ্ত!!


(একটি রুপক কবিতা, সমাজের ধর্মীয় কুসংস্কার নিয়ে স্বপনে প্রাপ্ত দরবেশ, কবিরাজ ও আমার মত কবির জন্য লিখা)