আমি ক্ষুধার্থ, সত্য জানার জন্য!
অন্ন, বস্ত্র সব আজ পরিপূর্ণ;
জীবন আজ স্বচ্ছ, পরিচ্ছন্ন;
একাত্তরের পতকা তবুও ছিন্নভিন্ন।


সত্যই - মিথ্যা, মিথ্যাই – সত্য,
এটাই কি বাস্তব, এটাই কি অভিন্ন;
এ'খানে কি রাজ-মহারাজারাই গণ্য;
এ'দেশ আমার, আমাদের নয়
শুধুই কি আমার জন্য!


একাত্তর কি আজ অতি নগন্য,
এ'যুদ্ধ, এ'স্বাধীনতা, এ'জীবন;
ত্যাগ, তিতীক্ষা কি আমাদের নয়;
শুধুই কি আমার জন্য!


রক্ত ঝরেছে, ঝরেছে অনেক প্রাণ,
এ'দেশ, এ'স্বাধীনতার জন্য।
আমি কি বলেছি, স্বাধীন হও দেশ,
শুধুই আমার জন্য!


যদি তাই হয়, আমি রাজাকার,
আলবদর, না তাঁর চেয়েই নগণ্য।


একাত্তর আমাদের লাল রক্তে রঞ্জিত
তবুও আমাদের কেন বলতে হয়-
আমরা ঝরিয়েছি রক্ত, ঝরিয়েছি প্রাণ
আমরাই মুক্তিযু্দ্ধ!


এ লজ্জা, এ শরম - বলি কার জন্য?
আজ আমি খুবই ক্ষুধার্থ, সত্যর জন্য!


20/012015
************