আমি একটি খোলা নীল আঁকাশ আঁকলাম,
তুমি বললে, শুধু নীল! একটু শুভ্রতা দাও;
আমি সাদা-নীলে আঁকাশ ভরিয়ে দিলাম।
তুমি বললে, না- খোলা আঁকাশ কেমন জানি!
তুমি বরং ওখানে একটি পাখি আঁক।
আমি সাথে সাথে একটি পাখি আঁকলাম,
তুমি বললে, পাখি’র ডানায় রং দিতে;
আমি পাখির ডানায় নানা রং’য়ে ভরিয়ে দিলাম।
তুমি বললে, সঙ্গী ছাড়া পাখি কেমনে থাকে?
তুমি বরং আরেকটি পাখি আঁক!
আমি বললাম, না থাক একটিতে মানিয়েছে বেশ!
গাল ফুলিয়ে অমনি তুমি-
ভালোবাস না ছাই বাস, এ আমি ভাল করে জানি।
কি আর করা!
আরেকটি পাখি দিলাম এঁকে, ভালোবাসার মানুষটিকে।
পাশ ফিরেয়ে দেখি-
নেই তুমি, ভাবলাম খুব বড্ড অভিমানি।
আঁকাশে তাঁকাতেই দেখি- একি! নেই দু’টি পাখি;
সাদা-নীল আঁকাশে এখন কালো রং এর মাখামাখি।  
14/01/2015