আজ আমার মৃত্যু দিবস!
৩৬৪ দিন-
আগাছা, জঞ্জাল, লতা-গুল্ম আমায়
পেছিয়ে ধরে কত আকুতি-মিনতি
একটু বেঁচে থাকার জন্য
আমি না করিনি।


একা একা মাটির নিচে
থাকতে থাকতে বোরিং লাগে।


এইতো সেদিন পুলিশের তাঁড়া খেয়ে
আমার উপর জম্মানো আগাছা জঞ্জালের
আঁড়ালে গা ডাকা দিল দু’জন মাতাল
আমি নিষেধ করিনি।


একটি কুৎসিৎ কুকুর প্রতি রাতে
আমার উপর গা ছড়িয়ে গড়াগড়ি করে ঘুমায়
আমি বাঁধা দিইনি।


আজ আমার মৃত্যু দিবস!


আমার খুব বাঁধা দিতে ইচ্ছে করছে-
তাঁদের যারা আমার পরিশ্রমকে ব্যাবসার
পণ্য বানানোর জন্য,
এই দিনে ফুলেফুলে, ব্যানারে, ব্যানারে
মেতে উঠে আঙ্গুল ফুলে কলা গাছের নেশায়।


12/01/2015