বসন্তে কেনো মন থাকে না আমার মনেতে
ফাগুনে কেনো  প্রেম গুন গুন করে আমার বুকেতে
বুকের ঠিক মধ্যভাগে খা খা করে
যেন শূণ্য অনুভূতি নিয়ে বেচে আছি,আর কদিন বাঁচি
আমিতো সিক্ত তোমাতে, তোমার প্রেমের পাহাড়
খুদা নিভে নিলে আহার, মনের খুদাতো মিটে না আমাতে।
আমি বড় রিক্ত,পাপাচারি আমি করি না
তবুও কেনো বসন্তে আমি প্রেম ছাড়া চলি না।
প্রেম কি শুধু বসন্ত- ফাগুনের?  
নাকি,অর্থ আর বিত্তের?
নাকি অভিনয় আর মিথ্যের
এ প্রেম মিথ্যাকে করে ধ্বংস
পাপকে করে চরম ধোলাই
বসন্ত যায় না প্রেম ভোলাই।