** যেহেতু দুই সিডির ৫০টি আবৃত্তি এমনিতেই আমাদের ইউটিউবের একাউন্ট এবং আসরের নতুন আবৃত্তি বিভাগে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে, তাই আলাদাভাবে সিডি আকারে তা আর বাজারে আসছে না।


------------


কবি শিমুল শুভ্রের উদ্যোগে আসরে প্রকাশিত মা বিষয়ক কবিতা থেকে বাছাইকৃত কবিতা নিয়ে আবৃত্তির সিডি প্রকাশের আয়োজনে কবিতা জমা দেয়ার শেষ সময় ছিলো গত মাসের ২০ তারিখ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে মোট ১৯৯টি কবিতা জমা হয়েছে। কথা ছিলো আবৃত্তিকার কর্তৃক আবৃত্তি-উপযোগী কবিতা বাছাই করে ২৫-৩০টির মতো কবিতা নিয়ে একটি সিডি প্রকাশ করা হবে। কিন্তু আবৃত্তির উপযোগী অনেক কবিতা থাকায় শিমুল শুভ্র সিদ্ধান্ত নিয়েছেন ২৫টি করে কবিতা নিয়ে মোট ৫০টি কবিতার ২টি সিডি তৈরির। এ উপলক্ষে কবিতা বাছাই সম্পন্ন হয়েছে। নিচে বাছাইকৃত ৫০টি কবিতার তালিকা দেয়া হল। বর্তমানে কবিতাগুলোর আবৃত্তির কাজ চলছে। আবৃত্তির সাথে কবির ছবি সহ ভিডিও তৈরি করে এই ৫০টি কবিতা আমাদের ইউটিউবের পাতায় প্রকাশ করা হবে সকলের উদ্দেশ্যে। পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে আবৃত্তির নতুন বিভাগেও এই কবিতাগুলো স্থান পাবে।


যাঁদের কবিতা তালিকায় স্থান পেয়েছে তারা দয়া করে কবি শিমুল শুভ্রের ইমেইলে (banglakobitashimul@gmail.com) আপনাদের ৬ কপির মতো ছবি পাঠাবেন। এই ছবিগুলো আবৃত্তির ভিডিওতে ব্যবহার করা হবে। এছাড়া আসরে যারা ছদ্মনাম ব্যবহার করছেন, ইমেইলে ছবির পাশাপাশি তারা তাঁদের আসল নামটিও জানাবেন দয়া করে। তবে যারা আসল নাম প্রকাশ করতে চাচ্ছেন না, তারা আলাদাভাবে ইমেইলে তার উল্লেখ করবেন। তাহলে ছদ্মনামটিই ব্যবহার করা হবে আবৃত্তিতে।


আবৃত্তির জন্য বাছাইকৃত কবিতাসমূহ:


১) মাগো এসে দেখে যাও - শিমুল শুভ্র (উদ্যমী কবি)
২) মাতৃত্ববোধ - সিরাজ-উদ-দৌলা
৩) মহীয়সী মা - পার্থ সাহা
৪) ঘুমপাড়ানি গান - অতনু দত্ত
৫) হারিয়ে গেছে মা - অহনা
৬) মা - তানজিলা ইয়াসমিন
৭) আমার মাম্মাম - দেবাশিস্ ভট্টাচার্য্য
৮) বুকপকেটের স্মৃতি - রাজীব ভৌমিক
৯) আমার পুঁইলতা মা - শ্যামলেন্দ্র চক্রবর্ত্তী
১০) মায়ের চিঠি - জয়দেব বিশ্বাস
১১) পাথর হবার আগে - মল্লিকা
১২) মা-জননী - মো: আজিজুল হক
১৩) মায়ের স্মৃতি - নীল-অভিজিৎ
১৪) মা আমার - রাত জাগা পাখি
১৫) মমতাময়ী মা আমার - জয়্শ্রী রায়
১৬) তুমি ফিরে এসো মা -  ইকবাল হোসেন
১৭) মায়ের নাম - আজিজ আহমেদ (কবি)
১৮) যেদিন আমি থাকব না মা - বিজয় দাস
১৯) ফ্রেম - শিমুদা (মৃন্ময় কবি)
২০) কিশোরী মায়ের উপাখ্যান - সুশীল রায়
২১) মায়ের প্রতি - দেব (আবৃত্তিকার)
২২) আমার মা - জয়ীতা
২৩) মা ও রোদ্দুর - প্রীতিলতা রায় (হালদার)
২৪) মায়ের মুখের রূপকথা সে দিন - শমীক ঘোষ
২৫) খোকাবাবুর মা - সৌমেন ব্যানার্জী
২৬) মা - স্বপন গায়েন
২৭) মরূদ্যান - রক্তিম
২৮) মা তোমাকে হয়নি বলা - আনিছুর রহমান
২৯) মা - কবীর হুমায়ূন
৩০) জগৎজননী মা আমার - অজিতেশ নাগ
৩১) তুমি মা - মিতা চ্যাটার্জী
৩২) মা আমার মা - দীপঙ্কর বেরা
৩৩) দিনগুলি মোর - সাবলীল মনির
৩৪) অভাগী - মুহাম্মদ রুহুল আমীন (মরমি কবি)
৩৫) সর্বং সহা - বিভূতি দাস
৩৬) সে যে আমার জননী - দিলীপ চট্টোপাধ্যায়
৩৭) রহস্যময় রক্তকরবীর গাথা - শান্তনু ব্যানার্জ্জী
৩৮) মা - সুখেন্দু মাইতি (বিনোদ কবি)
৩৯) আমার তুলনাহীনা মা - বীথি চক্রবর্তী
৪০) করুণাধারার জলভূমি - হাসান ইমতি
৪১) মা - শ্যাম
৪২) মা আমার - ৱিঙকু ৱায়
৪৩) পারলাম না মা - শ্রী সঞ্জয়
৪৪) চিঠি - মা তুমি ছুটি পেলে এসো একদিন - সমরেশ সুবোধ পড়্যা
৪৫) তোমার বক্ষে ঠাঁই দিও মা - তপন দাস
৪৬) আমার মা - সায়ন্তিকা চ্যাটার্জী মুখোপাধ্যায়
৪৭) মাতৃত্ব - রিফাত বিন ছানাউল্লাহ্
৪৮) ফিরে যদি আসি মাগো - শুভাশিস আচার্য্য (S.S.A)
৪৯) ভাগের মা - অরূপ গোস্বামী
৫০) মাতৃত্বের লোভ - কুয়াশা রায়