গত মাসে আমাদের দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী একুশে বইমেলায় প্রকাশিতব্য ভালবাসার কবিতার বইয়ের জন্য সকলের কাছ থেকে কবিতা জমা নেয়া শেষ হয়েছে গত মাসেই। এক্ষেত্রে আমরা বেশ ভাল সাড়া পেয়েছি আপনাদের সকলের কাছ থেকে। ১৮৩ জন কবি মোট ৩৩৮টি কবিতা জমা দিয়েছেন। কবিতার বই প্রকাশের এই প্রয়াসে অংশগ্রহণকারী সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন!


বর্তমানে জমা দেয়া কবিতাগুলো প্রাথমিকভাবে বাছাইয়ের কাজ চলছে। এতে করে আমাদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মের বহির্ভূত কবিতাগুলো বাদ দেয়া হচ্ছে এবং বাকিগুলো একাধিক বিচারকের দেয়া মানের ভিত্তিতে তালিকায় সাজানো হচ্ছে। এছাড়াও যারা দুইয়ের অধিক কবিতা জমা দিয়েছেন, তাদের প্রথম দু'টি রেখে বাকিগুলো বাদ দেয়া হচ্ছে তালিকা থেকে। প্রাথমিকভাবে বাছাইকৃত কবিতার তালিকা প্রকাশকের কাছে পাঠানো হলে তারা সেখান থেকে প্রকাশের জন্য চূড়ান্তভাবে কবিতা বাছাই করবেন।


ইতিমধ্যে আপনাদের অনুরোধ জানাচ্ছি কবিতার বইয়ের জন্য আপনার পছন্দের নামটি এখানে মন্তব্যের মাধ্যমে আমাদের জানাতে। ভালবাসার কবিতা নিয়ে যেহেতু বইটি তৈরি হচ্ছে, তাই নামের মধ্যে 'ভালবাসা' বা সমার্থক শব্দ থাকা বাঞ্ছনীয়। সকলের জমা দেয়া নামগুলো থেকে কয়েকদিনের মধ্যেই একটি নাম চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।


কিছু নামের উদাহরণ এখানে দিচ্ছিঃ


ভালবাসার সাত রঙ
একগুচ্ছ ভালবাসা
ভালবাসার কবিতাগুচ্ছ, ইত্যাদি...