আসরের কবিদের বরষা নিয়ে কবিতা প্রকাশের আহবান জানাচ্ছি। বরষার আয়োজন থেকে বাছাইকৃত কবিতা নিয়ে PDF আকারে বই বের করা হবে, যা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বিস্তারিত নিয়মাবলী নিচে দেয়া হলো।


১) এই আয়োজনে অংশগ্রহণের জন্য কবিতার আসরে বরষা নিয়ে প্রকাশিত কবিতার নিচে অবশ্যই "বরষার আয়োজন" লিখে দিতে হবে আলাদা এক লাইনে।


২) এভাবে কেউ সর্বোচ্চ দু'টি কবিতা জমা দিতে পারবে। তার অধিক কবিতা জমা দিলে শুধুমাত্র প্রথম দু'টি কবিতাকে বিবেচনা করা হবে।


৩) কবিতাটি ইতিপূর্বে বাংলা-কবিতা ওয়েবসাইট ব্যতীত অন্য কোন প্রকাশ হওয়া চলবে না। সেক্ষেত্রে কবিতাটিকে হিসাব থেকে বাদ দেয়া হবে।


৪) ১৫ই জুলাই পর্যন্ত যতোগুলো কবিতা জমা হবে, তা থেকে শুধুমাত্র বাছাইকৃত কবিতাগুলো স্থান পাবে PDF বইয়ে।


৫) কবিতা বাছাইয়ের জন্য আসরের নিয়মিত কিছু কবিকে দায়িত্ব দেয়া হবে।


৬) কবিতা বাছাইয়ের ক্ষেত্রে ভাষাগত কাঠামো ও বানানের শুদ্ধতাকে বিশেষভাবে বিবেচনা করা হবে। যেসব কবিতায় অতিমাত্রায় বানানের ভুল পাওয়া যাবে, তা তালিকা থেকে বাদ পড়বে।


৭) কবিতা বাছাই শেষে জুলাইয়ের শেষে PDF বই প্রকাশ করা হবে।